আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৪, ২০২৪, ১:৪৮ এ.এম
তানোরে খয়রাতির চালে চেয়ারম্যানের হাত
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নে (ইউপি) ভিজিএফ চাল বিতরণে অনিয়ম উঠেছে।
জানা গেছে, পবিত্র ইদুল-ফিতর উপলক্ষে সমাজের হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইদ উপহার হিসেবে মাথা পিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। তালন্দ ইউপিতে মোট ভিজিএফ কার্ডধারী উপকারভোগী রয়েছে ৭১১ জন।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বুধবার সকালে তালন্দ ইউপিতে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এদিন ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ১০ কেজি চালের পরিবর্তে বস্তাসহ ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল দিয়েছেন। এতে ৭১১টি কার্ডের বিপরীতে প্রায় ৩৫৬ কেজি চাল কম দেয়া হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২২ হাজার টাকা।
এ ঘটনায় উপকারভোগীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাম পুলিশ বলেন, চাল আনার ভাড়া বাবত একটু করে চাল কম দিয়েছেন চেয়ারম্যান।
এবিষয়ে জানতে চাইলে তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু অভিযোগ অস্বীকার করে বলেন সরকারি গুদাম থেকে নিয়ে আশা চালের বস্তায় এক থেকে দুই কেজি করে চাল কম থাকায় সবাইকে সাড়ে ৯ কেজি করে চাল দেয়া হয়েছে।
এবিষয়ে ইউপি সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিল বলেন, চাল বিতরণে চেয়ারম্যান তাদের জানায়নি, তিনি নিজে চাল বিতরন করেছেন। তিনি বলেন, চাল বিতরণে কোনো অনিয়ম হলে তার দায় চেয়ারম্যানের।
এবিষয়ে জানতে চাইলে তানোর সরকারি গুদাম কর্মকর্তা বলেন, গুদাম থেকে দেয়া বস্তায় চাল কমার কোনো সুযোগ নাই, তারা ওজন করে বস্তা সরবরাহ করে থাকেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha