আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৩, ২০২৪, ৭:১৯ পি.এম
বেনাপোল সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

যশোরের বেনাপোলে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শফিকুল ইসলাম ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫) নামে আহত দুই যুবককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী 'বর্ডার গার্ড বাংলাদেশ' (বিজিবি)।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে বেনাপোলের দৌলতপুর সীমান্তে গুলি ছুড়লে তারা আহত হন। শফিকুল ইসলাম ডালিম বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে এবং পিয়াস বাবু একই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার দৈনিক জানান, 'খুলনা ২১ ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বর্ডার টহল পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ১৭/৭ এস এর ১৮২ আর পিলারের বিপরীতে আনুমানিক ২৫ গজ ভারতের অভ্যন্তরে কয়েক চোরাকারবারি অন্ধকার সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে।
এসময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে ডালিম ও বাবু নামে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের চোখে ও পায়ে গুলি লাগে। এ সময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হবে।'
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha