আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৩, ২০২৪, ৬:২২ পি.এম
মুকসুদপুরে ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মানববন্ধন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু'র বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী নারী ও পুরুষেরা।
বুধবার (৩ এপ্রিল) দুপুর ১ টায় জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সামনের সড়কে দাঁড়িয়ে শত শত সুবিধাভোগী নারী ও পুরুষ একে অপরের হাতে হাত রেখে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী বিলকিস বেগমের সঞ্চালনায় এবং পিঞ্জিরা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিউটি বেগম, মনির হোসেন, রহমান সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ইউএনও এস এম ইমাম রাজী টুলু গরিব ও অসহায়দের প্রতি খুবই আন্তরিক।তিনি চলে গেলে আমরা খুবই অসহায় হয়ে পড়বো। তাছাড়া আমাদের নামে বরাদ্দকৃত নির্মানাধীন ঘরগুলো বেহাত হওয়ার ও সংখ্যা রয়েছে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের মাধ্যমে এই ইউএনও'র বদলির আদেশ দ্রুত প্রত্যাহার চাইছি। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তারা। মানববন্ধনে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha