রাজশাহীর বাঘায় সরকারি সহয়াতার ৫০ হাজার টাকার চেক নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজিয়া বেগম(৬১) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার (০২-০৪-২০২৪) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি মারা যান। রাজিয়া বেগম উপজেলার বাউসা ইউনিয়নের ধনদহ গ্রামের জয়েন উদ্দীনের স্ত্রী ও ৫ সন্তানের জননী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজিয়া বেগমের ছোট ছেলে দিলদার আলী দুলু জানান,তার মা প্রায় আড়াই বছর ধরে প্যারালাইসড রোগে আক্রান্ত ছিলেন। এর মাঝে ক্যানসারও ধরা পড়েছে তার। চিকিৎসা সহায়তার টাকার জন্য উপজেলা সমাজসেবা দপ্তরে আবেদন করেছিলেন। মঙ্গলবার সহায়তার টাকার চেক নেওয়ার জন্য উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসেন তার মা।এ সময় চেক হাতে পাওয়ার আগেই ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানকার চিকিৎসক রাকিব আহমেদ মৃত ঘোষনা করেন।
জানা যায়,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অসুস্থ রোগী, শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ সহায়তাসহ সুবিধা ভোগীদের চাল, ঢেউ টিন, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, জেলেদের গরু, পাট চাষীকে বীজ ও সার বিতরণের আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাঘা-চারঘাটের (রাজশাহী-৬) এমপি শাহরিয়ার আলম বক্তব্য দিচ্ছিলেন। এসময় ওই নারী অসুস্থ হয়ে ঘটনাস্থলে মারা যান। অমরপুর-ধনদহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ধনদহ গ্রামের বাসিন্দা মোঃ আলম হোসেন জানান, রাত সাড়ে ৯টায় জানাযার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়ছে।
বাঘা থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সোহেব খান বলেন, মৃত্যুর বিষয়টিপরে জেনেছেন । অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, অসুস্থ ১০ জন রোগীকে ৫০ হাজার করে টাকা দেওয়ার তালিকায় ছিলেন রাজিয়া বেগম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha