আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৫:২২ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১, ২০২৪, ৯:১৩ পি.এম
সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাগুরায় দৈনিক আমার সংবাদ, ডেইলি ভয়েস অফ এশিয়া ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি মিরাজ আহমেদের নামে জোয়ার্দার স্বর্ণালী রিয়ার সাইবার নিরাপত্তা আইনে করা মামলা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক দাবি করে এবং তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ওই সাংবাদিকের পরিবার ও সাংবাদিক সমাজ ।
রবিবার ( ৩১ মার্চ) বেলা ১১টায় মাগুরা জেলা জজ আদালতের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাগুরা সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে বক্তারা অবিলম্বে সাংবাদিক মিরাজ আহমেদের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য, জোয়ার্দার স্বর্ণালী রিয়া'র করা মামলায় সাংবাদিক মিরাজ আহমেদ সহ আরো তিন জনকে আসামি করে সাইবার ট্রাইবুনাল ঢাকায়, সাইবার নিরাপত্তা আইনের ২৩/২৪/২৫/২৬/২৯ও ৩৩ ধারায় মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha