আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৯:৩০ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১, ২০২৪, ৮:৫৩ পি.এম
২০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া-রাজাপুর সড়কের কলমধারী এলাকায় নির্বিষ খালি খালের উপর নির্মিত ব্রিজে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। একই সাথে ব্রিজের এক পাশ দিয়ে যাওয়ায় যে কোন সময় ব্রীজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি মাগুরা সাথে মহম্মদপুর উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফাটলের আট মাস পেরিয়ে গেলেও সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্টরা। কেবল ব্রীজটি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে মহম্মদপুর উপজেলা এলজিইডি । ১৯৯৩ সালে মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া-রাজাপুর সড়কের কলমধারী এলাকায় খালের উপর নির্মিত হয় ৭৭ মিটার দীর্ঘ একটি ব্রিজ।প্রতিদিনের যাতায়াতে এই সেতুটিই একমাত্র ভরসা উপজেলার ৪ টি ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের।
৮ মাস আগে ব্রিজে ফাটল দেখা দিলেও মেরামতে কোন উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে দুপারের স্কুল- কলেজগামী শিক্ষার্থী, এলাকাবাসী ও পথচারীদের। ব্রিজের দুই প্রান্তে মাটি দিয়ে ভরাট করে ভারী যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে স্থানীয়দের কৃষি জমির ফসল আনা নেওয়াসহ সব ধরনের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। জরুরী সেবা এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা থেকেও বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এ নিয়ে চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী।
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি, মোহাম্মদপুর, মাগুরা জানান, ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রশাসনের সহযোগিতায় ব্রিজটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছ। হেডকোয়ার্টার কে জানানো হয়েছে, হেডকোয়ার্টারের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সেতুটি পরিদর্শন করেছে, একটি প্রকল্পে প্রস্তাবনার জন্য পাঠানো হয়েছে, প্রকল্পটি অনুমোদন হলেই ব্রিজটি পুনঃনির্মাণ করা যাবে বলে জানালেন এলজিইডির এ উপজেলা প্রকৌশলী। সেতুটি দ্রুত সংস্কার অথবা পুনঃনির্মাণের মাধ্যমে উপজেলার ২০ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই দাবি এলাকাবাসীর।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha