পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৩৮ হাজার ৪২৩টি অসহায়-দুস্থ পরিবার।
সোমবার ( ১ এপ্রিল) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন ২০২৪ উপলক্ষে বরাদ্দকৃত ৩৮ হাজার ৪২৩টি কার্ড ইউনিয়ন ভিত্তিক ও পৌরসভার জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদান করা হয়েছে।
আগামী বৃহস্পতিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ নিশ্চিত করতে হবে।
এর মধ্যে রহনপুর পৌর সভায় ৪ হাজার ৬২১ অসহায় পরিবার, গোমস্তাপুর ইউনিয়নে ৫ হাজার ৭১৯ অসহায় পরিবার, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ৩ হাজার ৫৯৮, রাধানগর ইউনিয়নে ৫ হাজার ৬৭৮, পার্বতীপুর ইউনিয়নে ৫ হাজার ১৮৩, রহনপুর ইউনিয়নে ২ হাজার ৭৫৫, বোয়ালিয়া ইউনিয়নে ৩ হাজার ৭৭৮, চৌডালা ইউনিয়নে ৪ হাজার ৯৪৭, আলিনগর ইউনিয়নে ২ হাজার ১৪৫ পরিবার পাচ্ছে ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য।
তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি মিলবে ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
শীঘ্রই শুরু হবে ভিজিএফের চাল বিতরণ। এছাড়া ৪ এপ্রিলের মধ্যে বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।