রাজশাহীর বাঘায় রবিবার (৩১ মার্চ) জমির বিবাদ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রামেরশাজাহান আলী ও আততাব আলীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- আততাব আলীর ছেলে আরিফ হোসেন (৩০), মৃহ হযরত আলীর ছেলে লিটন আলী (৩৫), আরিফের স্ত্রী ফারিনা খাতুন (২৬)। শাজাহান আলীর পক্ষে আহতরা হলো- মৃত খলিল হোসেনের ছেলে শাজাহান আলী (৫০), মৃত ফরিদ হোসেনের ছেলে আজগর আলী (৬৫), নাজিম উদ্দিনের ছেলে মেজর হোসেন (৩৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন থেকে জমি নিয়ে শাজাহান আলী ও আততাব আলীর দ্ব›দ্ব চলে আসছিল। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিষয়টি নিযে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫