রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামের কৃষক নবাব আলী মন্ডলের ৬ বছর বয়সের শিশুপুত্র মুরসালীন অপহৃত হওয়ার ৪ দিনের মাথায় বুধবার ১৯ মে সকালে বাড়ীর অদূরে একটি পাটক্ষেত থেকে তার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা পাটক্ষেতে বস্তাবন্দী লাশ দেখে পাংশা মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ রাজবাড়ী জেলা ও পাংশা মডেল থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাংশা মডেল থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে পোষ্টমর্টেমের জন্য মৃতদেহ রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, গত রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ীর পাশে (সরিষা-হোসেনডাঙ্গা বাজার সড়ক) পাকা রাস্তার উপর থেকে অপহৃত হয় শিশু মুরসালীন। এ ঘটনায় নবাব আলী মন্ডল বাদি হয়ে অজ্ঞাত আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২।
এদিকে, বুধবার সকাল ৯টার দিকে মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ী ফেরার পথে এক মহিলা পাট ক্ষেতের মধ্যে বস্তাবন্দী লাশ সাদৃশ্য দেখে লোকজনকে জানায়। এরপর স্থানীয় লোকজন নবাব আলী মন্ডলের বাড়ীর দক্ষিণে আনুমানিক চারশ গজ দূরে কৃষক বছির উদ্দিনের পাটক্ষেতে বস্তাবন্দী লাশ দেখতে পায়।
বেলা বাড়ার সাথেসাথে লোকজন সেখানে ভিড় জমায়। শিশু মুরসালীনের বস্তাবন্দী লাশ দেখে স্বজনরা আহাজারি করে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাতস্থানে শিশুটিকে হত্যা করে লাশ বস্তায় ভরে পাটক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত শিশু মুরসালীনের গায়ে সাদা হাফ শার্ট ও পড়নে রঙিন ত্রিকোয়ার্টার প্যান্ট রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঘটনার মোটিভ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha