আজকের তারিখ : জানুয়ারী ১২, ২০২৫, ৬:০৬ এ.এম || প্রকাশকাল : মার্চ ৩১, ২০২৪, ৫:৩৪ পি.এম
বালিয়াকান্দিতে চাঁদাবাজির শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন, চেয়ারম্যানের কাছে অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বাহিরচর গ্রামের মৃত বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাসের (৪৫) বিরুদ্ধে চাঁদাবাজী, চুরি-ডাকাতি, ছিনতাই ও নারী ধর্ষণের অভিযোগ এনে মানববন্ধন করেছেন গ্রামবাসী। মানববন্ধন শেষে গ্রামবাসী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর বিশ্বাস আলমের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
রোববার (৩১ মার্চ) দুপুরে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গেইটের সামনে বাহিরচর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
তবে অভিযুক্ত বিধান বিশ্বাসের দাবি- এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আসন্ন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রার্থী ঘোষণা করার পরই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন অন্য একজন প্রার্থী।
অভিযোগ পত্রে গ্রামবাসী উল্লেখ করেন- বিধান বিশ্বাস একজন চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে সে এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষণসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছেন। সে তার ভাড়াটিয়া লোকজনের সহযোগিতায় এ সকল অপকর্মগুলো করে থাকে। গ্রামবাসী এর প্রতিবাদ করলে উল্টো প্রতিবাদকারিদের বিরুদ্ধে সে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যা ও অবৈধ অস্ত্র রাখিয়া মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।
অভিযুক্ত বিধান বিশ্বাস জানান, এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তিনি বাহিরচর গ্রামের নামযজ্ঞ কমিটির সভাপতি। তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। প্রার্থীতা ঘোষণা করার পর থেকেই পাশের গ্রামের একজন প্রার্থী তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, এতো অপকর্ম আমি করেছি, তাহলে একদিনও কেন আমার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ দেয়নি গ্রামবাসী ? আজ হঠাৎ কার পরামর্শে এমন অভিযোগ আমার বিরুদ্ধে।
বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো: আলমগীর বিশ্বাস আলম জানান, তিনি বিধান বিশ্বাসের বিরুদ্ধে বাহিরচর গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তিনি থানাকে অবগত করবেন। তার এলাকাতে কোন ধরণের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড কাউকে চালাতে দিবেন না তিনি।
বাহিরচর গ্রামের বাসিন্দা অরবিন্দু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একই গ্রামের সন্তোষ মন্ডল, শতদল মন্ডল, কালিপদ ঘোষ, শান্তিরাম মন্ডল, মাগুরা পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী পারিজীত ঘোষ, সুজন বিশ্বাসের স্ত্রী আশালতা বিশ্বাস প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha