আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ১১:৫২ এ.এম || প্রকাশকাল : মার্চ ৩১, ২০২৪, ২:০৬ পি.এম
শালিখায় যশোর মাগুরা হাইওয়ে সড়কে সিএনজিতে প্রাণ গেল দুই নারী সহ ৩ জনের
মাগুরার শালিখা উপজেলার ছয়ঘোরিয়া হাজামবাড়ি এলাকায় থ্রি হুইলার সিএনজি সড়কের উপর মাটির স্তুপ থাকায় ধাক্কা লেগে সড়কের উপর উল্টে পড়ে দুর্ঘটনায় দু'জন নারী সহ ৩জন নিহত।এই দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।শুক্রবার (২৯ মার্চ) রাত ৮-৪০ মিনিটের দিকে শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন এলাকার ছয়ঘোরিয়া হাজামবাড়ী মোড়ে যশোর মাগুরা হাইওয়ে সড়কের উপর মাটির স্তুপ থাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার নারিকেলবাড়ীয়া গ্রামের মৃত কালীপদ শিকদার এর ছেলে মধু শিকদার (৫০), নিরুপা রানী দে (৪৫) স্বামী নিতাই রায়, ও পুষ্প রানী দে (৫০)স্বামী নারায়ণ চন্দ্র দে।আহতরা মাগুরা ও যশোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।যশোর জেলার বাঘারপাড়া থানার নারিকেল বাড়ীয়া ইউনিয়নের নারিকেলবাড়ীয়া গ্রামে দুর্ঘটনা কবলিত সকলের বাড়ি বলে জানা গেছে।
নিহত ও আহতদের সজনরা জানিয়েছেন,মাগুরা সদরের কামারপাড়া এলাকায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরছিলেন।তিন চাকার সিএনজিতে মোট ৯জন যাত্রী ছিলেন ঘটনাস্থলেই দুই নারী নিরুপা রানী ও পুষ্প রানী দে মারা যান।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মধু শিকদার কে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা হাসপাতালে পাঠালে মধু শিকদারকে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি গৌতম চন্দ্র মণ্ডল জানান।দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে ছুটে যায় এবং ঘটনা স্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবিষয়ে তদন্ত চলছে এবং ঘটনা স্থলেই দু'জন নারীর মৃত্যু হয়েছে এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha