পবিত্র রমযান মাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত জঘন্য অপরাধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান।
একইসঙ্গে তিনি গাজায় চলমান যুদ্বে বিরতি ঘোষণা করে পবিত্র রমজান মাসের উপবাস ও প্রার্থনাকারী রোজাদারদের প্রতি সম্মান দেখার আহবান জানান তিনি বলেন, চলতি বছর আমরা রমজান মাসেও প্রত্যক্ষ করছি গাজায় অব্যাহত আগ্রাসনের সম্মুখীন আমাদের ফিলিস্তিনী ভাইদের দুর্ভোগ, যা আমাদের হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে তুলছে গাজায় নৃশংস এই অপরাধ বন্ধে এবং মানবিক ও ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতিও এ আহবান জানিয়েছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান।
তিনি গত শুক্রবার ২৯ মার্চ বোয়ালখালী উপজেলার পুর্ব চরনদ্বীপ হযরত শাহছুফি তোফর আলী শাহ জামে মসজিদের মসজিদ কমিটি কতৃক আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
কমিটির সভাপতি সমাজ সেবক আলহাজ্ব নুরুল হক সদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুবেলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বোয়াল খালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক টিপু।
এছাড়াও বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা লাল মোহাম্মদ, সাধারন সম্পাদক মোঃ জাফর, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক মেম্বার, আওয়ামী লীগ নেতা সাবের আহমদ রিজভী, সালাহ উদ্দিন মাহমুদ, নেজামুল হক, সাজ্জাদ হোসেন, কামাল হ্যসেন প্রমুখ।
ইফতার মাহফিলে মাওলানা খোরশেদ আলম আল কাদেরীর মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha