আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৭:৪৯ পি.এম || প্রকাশকাল : মার্চ ৩১, ২০২৪, ৮:১৬ এ.এম
সাংবাদিক লাঞ্ছিত করা এ এসআই মাহাবুবের অপসারণ ও বিচার চেয়ে বিক্ষোভ
ঝালকাঠির রাজাপুর থানার ভিতরে দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি রাজাপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং গালুয়া ইউপি সদস্য সৈয়দ মাঈনুল ইসলাম টুটুল’কে লাঞ্চিত করেন রাজাপুর থানায় কর্মরত এ এস আই মাহাবুব।
আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল রাত ৭টায় থানার সামনে এ এসআই মাহাবুবের অপসারণের দাবিতে স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ প্রদর্শন করে ১২ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক রাজাপুর উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান
উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা সাংবাদিক নেতৃবৃন্দের দাবির সাথে একত্নতা জানিয়ে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর প্রেস ক্লাব সভাপতি এনামুল হোসেন খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ অহিদ সাইফুল, প্রেস ক্লাব সদস্য গোপাল কর্মকার, মাহামুদুল হাসান, কামরুল হাসান রানা, রফিকুল ইসলাম,ইউপি সদস্য মোঃ মামুন,রিয়াদ তালুকদার, ইলিয়াস ফরাজী প্রমুখ।
সাংবাদিক মাঈনুল ইসলাম টুটুল বলেন এলাকায় বিবদমান ঘটনায় একটি পক্ষকে থানায় নিয়ে আসা হলে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে উপস্থিত হই। তখন আমার সাথে আমার শিশু কন্যাও ছিলো। এ এস আই মাহাবুবের সাথে কথা বলার একপর্যায়ে শিশুকন্যার সামনে তিনি আমার গায়ে হাত তুলে এবং আমায় লাঞ্চিত করেন।
এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য এ এস আই মাহাবুবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে সাংবাদিক নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha