আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪২ এ.এম || প্রকাশকাল : মার্চ ৩০, ২০২৪, ৭:৪৭ পি.এম
ফরিদপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল আজ শনিবার বিকেলে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্না হাসান, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন , ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এছাড়াও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জূয়েল, ফরিদপুর জেলা জামাতের আমির বদর উদ্দিন আহমেদ সহ ফরিদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha