কুষ্টিয়ার ভেড়ামারায় আইন শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, পকেটমারদের দৌরাত্ব ও অপরাধীদের নিয়ন্ত্রণ করতে এবং বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাজারের ভিতর নিয়মিত ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার রাখা এবং ব্যবসায়ীদের খোঁজ খবর রাখায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ, সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ড নিভানোর ভূমিকায় ভুয়সী প্রশংসা পাওয়া থানার চৌকষ পুলিশ অফিসার জহুরুল ইসলাম জানিয়েছেন, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র মাহে রমজানের পর ঈদুল ফিতর।
ব্যবসার বড় একটা মৌসুম এ সময়। ধনী গরীব সবাই ব্যাপক কেনাকাটা করে। ব্যবসায়ীরাও ঋন সহ বিভিন্ন উপায়ে টাকা সংগ্রহ করে ব্যবসায় বিনিয়োগ করে। এ সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক গুরুত্বপূর্ন।
ব্যবসায়ীদের কথা ভেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভেড়ামারা থানা এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে করে নির্বিঘ্নে, নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারে ব্যবসায়ীরা। জনজীবনও যেন স্বাভাবিক থাকে সে বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করছে ভেড়ামারা থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha