আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৬:৫৯ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৮, ২০২৪, ১১:১৯ এ.এম
নড়াইলে ১৫ দিনব্যাপি এস এম সুলতান মেলার পর্দা উঠবে ১৫ এপ্রিল
![]()
নড়াইলবাসীকে আনন্দে মাতাতে আগামী ১৫ এপ্রিল নড়াইলে বর্ণীল আয়োজনে এস এম সুলতান মেলা শুরু হচ্ছে। কালজয়ী চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এ মেলা এবারই সর্বোচ্চ ১৫ দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন সুলতান মঞ্চ প্রঙ্গনে মেলার আয়োজন করছে।
বুধবার (২৭মার্চ) এস এম সুলতান মেলা ২০২৩ আয়োজনে প্রস্তুতি মূলক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। মেলা সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্নের লক্ষে সভায় সর্বসম্মতভাবে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়।
প্রশাসন, সংস্কৃতি ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিল্পী, শিক্ষানুরাগী, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ স্থানীয় বিশিষ্ট জনের সমন্বয়ে এ সব উপ-কমিটি গঠন করা হয়েছে।
মেলাকে উৎসবমুখর করে তুলতে প্রতিবারের ন্যায় মেলা প্রাঙ্গনে বসছে মনোহরি পণ্য সম্ভারে সাজানো অর্ধশতাধিক ষ্টল।
সুলতানের জীবন দর্শন, শিল্পীসত্তা ও কর্মময় জীবনের উপর প্রতিদিন থাকবে সেমিনার, মেলা প্রাঙ্গন মাতাতে প্রতিদিন সান্ধ্য আয়োজনে থাকবে স্থানীয় বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় আর্ট গ্যালরিতে স্থান পাবে দেশ বিদেশের শিল্পীদের নান্দনিক চিত্রকর্মের প্রদশর্নী, থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। এছাড়া লাঠি খেলা, ঘোড়ারগাড়ির দৌড়, ষাঁড়ের লড়াইসহ সুলতান মেলায় মনমুগ্ধকর নানা গ্রামীন খেলাধুলার আসর থাকবে প্রতিদিন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অনোয়ার হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট বিকাশ চন্দ্র দাসসহ এলাকার সুশীল সমাজ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha