আজকের তারিখ : জুলাই ১৮, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৭, ২০২৪, ৭:৪৯ পি.এম
শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলম শেখ গ্রেফতার

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। বুধবার (২৭ মার্চ) বিকাল আনুমানিক ৩টার দিকে শালিখা থানার এএসআই(নিঃ) মোঃ লিটন হোসেন এর নেতৃত্বে এএসআই মিলন হোসাইন সংগীয় ফোর্সসহ যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলম শেখ, পিতা মোঃ নওশের আলী শেখ গ্রামঃ বয়রা (মধ্যপাড়া) থানা শালিখা জেলা মাগুরাকে গ্রেফতার করে।
আসামী মোঃ আলম শেখকে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নড়াইল এসসি নং-(২০৭/১৩) মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করে। আসামী গ্রেফতারের ভয়ে গত ৪ বছর দেশের বিভিন্ন স্থানে ছদ্দবেশ ধারণ করে পলাতক ছিল। এ যেনো পালিয়ে থেকেও রক্ষা হলো না, তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় শালিখা থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে শালিখা থানার চৌকশ পুলিশ টিমের নেতৃত্বে যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha