প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মে) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন, সাধারন সম্পাদক বিলায়েত হোসেন, অর্থ সম্পাদক খন্দকার মনিরুজ্জান মনির, সহসম্পাদক লিয়াকত বিশ্বাস, সোনাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হালিম খান প্রমূখ।
দোয়া মাহফিল পরিচালানা করেন, উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা মুফতি মাহফুজুর রহমান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ও দেশের মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এর আগে সকাল ৯ টায় উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পন করেন যুবলীগের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন, দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে (১৭মে) দেশে ফেরেন আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবার কে নির্মম ভাবে হত্যা করা হয়।
এ সময়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহেনা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান তারা। পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪,১৫,১৬ ফেরুয়ারী ঢাকায় অনুষ্ঠিত আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভানেত্রী করা হয়। পরে ১৯৮১ সালের ১৭ মে তিনি ভারত হয়ে দেশে ফেরেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫