আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৭, ২০২৪, ৬:৪৭ পি.এম
ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা। আজ বুধবার বিকেলে শহরের চকবাজারে চতুর্থ তলায় দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল আয়োজন করে সংগঠনটি।
এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা বদরউদ্দিন ।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব,
সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ফরিদপুর সদর থানার আমীর মোঃ জসিম উদ্দিন, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল।
সভায় বক্তারা বলেন পবিত্র রমজান মাসে কুরআন নাজেল হয়েছে । আমরা নিয়মিত কোরআন পড়ি । অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার আহ্বান জানানো হয়।
ইফতারের পূর্বে মুসলিম জাহানের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha