আজকের তারিখ : জানুয়ারী ২৬, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৬, ২০২৪, ৬:০৭ পি.এম
খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে খোকসা থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা জাতীয় দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭:৪৫ মিনিটে মুক্তির মন্ত্র মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ, এর পর সকাল ৮টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮:১৫ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হয়ে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
সকাল সাড়ে ৮ টায় খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। পরে খোকসা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত স্কাউট ও রোভার স্কাউট ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও সালাম প্রদর্শন করা হয়। সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আননুর যায়েদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ।
বেলা ১০টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা খোকসা উপজেলা পরিষদ বনাম মুক্তিযোদ্ধা সংসদ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নিবার্হী অফিসার ইরুফা সুলতানা। বেলা ১১টায় উপজেলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ফজলুল হক প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সুধী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সকাল ৮ টায় উপজেলা সংসদ চত্বরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেল নিবার্হী অফিসার ইরুফা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম, সংসদ সদস্যের পক্ষে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ফজলুল হক ।
এর পর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, খোকসা সরকারি কলেজ, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়,উপজেলা অফিসার্স ক্লাব, খোকসা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ। দুপুরে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা মডেল জামে মসজিদসহ প্রাক-প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক অঙ্গসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গজল, হামদ ও নাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha