আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৫, ২০২৪, ৯:০০ পি.এম
হাতিয়ায় জেলেদের মাঝে জাল বিতরণ
নোয়াখালী হাতিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্তরে এই জাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ।
হাতিয়াতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই জাল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা মৎস্য অফিস। এর মাধ্যমে উপজেলার তিনটি ইউনিয়নের ৬শত জেলে এই জাল পাবেন। প্রতি তিনজনের একটি গ্রæপকে ১ হাজার ৬শত ফুট ইলিশ জাল, ৮০ ফিস ফ্লুট, ৮০ ফিস চাকা ও পরিমান মত অন্যান্য সামগ্রী দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, এই প্রকল্পের উপ-পরিচালক মো: মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাজু চৌধুরী প্রমূখ। এসময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জেলে ও জেলে পরিবারের ৫শত সদস্য উপস্থিত ছিলেন।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, সরকার সাগরে এবং নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ইলিশ আহরনকারী জেলেদের জীবনমান বৃদ্ধি করা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha