আজকের তারিখ : জুলাই ৩, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৫, ২০২৪, ৪:৩৯ পি.এম
ফরিদপুরে তরমুজ এর আড়তে ভোক্তা অধিকারের অভিযান

রমজান উপলক্ষে দ্রব্য মুল্য সহনীয় পর্যায়ে রাখতে ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নের্তৃত্বে কার্যালয় অভিযান পরিচালিত হয়।
সোমবার দুপুরে শহরের কানাইপুর বাজার বিভিন্ন তরমুজের আড়তে তরমুজের মূল্য যাচাইসহ পন্যের দাম সহনিয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় মুল্য তালিকা সঠিক না থাকায় ফারহান এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য আড়ত গুলোতে তরমুজের দাম অতিরিক্ত না রাখার বিষয়ে সতর্ক করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে তরমুজের বাজার আমরা নিয়মিত তদারকি করছি। নিয়মিত তদারকি করায় আকার ভেদে এখন তরমুজ ২০০-৩০০ টাকায় নেমে এসেছে। একটি আড়তে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অপরাধ আইনে তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বর্র্তমানে ক্রেতারা তুলনামূলক কম দামে তরমুজ কিনতে পারছে। এছাড়াও অন্যান্য ইফতার সামগ্রীর দাম সহনীয় রাখতে বাজার তদারকি করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha