চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর তদন্তের কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই মোটরসাইকেল।
সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় রহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গত ২ মাসে থেকে কয়েকটি মোটরসাইকেল চুরির অভিযোগ আসে গোমস্তাপুরে থানায়। সেই মামলা গুলোর মধ্যে ২টি মামলার তদন্ত দায়িত্ব দেওয়া হয় রহনপুর তদন্ত কেন্দ্র কে। সেই অভিযোগের আলোকে এ অভিযান চালানো হয়। গত রবিবার পার্শ্ববতী শিবগঞ্জ উপজেলায় সারাদিন অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পারকালোপুর গ্রামের মনিরুল হকের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ রিংকু (২৫), একই উপজেলার দেওয়ানজাগী গ্রামের আজাদ আলীর ছেলে মোঃ মামুন আলী (৩০) ও একই উপজেলার বড়চক দৌলতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম (১৯)।
পুলিশ জানান, তারা সবাই মোটরসাইকেল চোরচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছিলেন তারা। চুরি করা মোটরসাইকেল জেলার সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে শিবগঞ্জ উপজেলার দূর্গমচরে কম দামে বিক্রি করে দিতেন তারা। তাদের নামে গোমস্তাপুর থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha