কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে গরীব, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজবাড়ী যুব কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৩০০জন মানুষের হাতে ইফতার তুলে দেন।
রেলওয়ে স্টেশনের গরীব, দুস্থ ও অসহায় মানুষ ইফতার পেয়ে যেমন খুশি, তেমনি খুশি সংগঠনের কর্মীরাও।
২০২৩ সালে নিজেরা একটি ফেসবুক পেজ খুলে আর্তমানবতার সেবা ও স্বেচ্ছাশ্রমে জনকণ্যাণমূলক কাজ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী যুব কল্যাণ সংস্থা। এখন তারা পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে ইফতার বিতরণ করেছেন। পুরো রমজান মাস জুড়ে তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রাজবাড়ী যুব কল্যাণ সংস্থার পরিচালক মো. সোহেল হোসাইন।
আবার নিজেরা এমন আর্তমানবতার সেবা ও স্বেচ্ছাশ্রমে জন কল্যাণমূলক মহৎ কাজে অংশ নিতে পেরে খুশি সংগঠনের সহকারী পরিচালক মো. আবুল কাসেম সহ অন্যান্য কর্মীরাও। স্টেশনের গরীব দুঃখী মানুষ যারা দু’বেলা নিজের আহার জুটাতে পারেনা তাদের মাঝে বিনামূল্যে যারা ইফতার বিতরণ করছেন, তাদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ মানুষ।
বিনামূল্যে ইফতার পেয়ে চরম খুশী রেলওয়ে স্টেশনে থাকা গরীব, দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো। তারা ওই সংগঠনের কর্মীদের জন্য প্রাণখুলে প্রার্থনা করেছেন।
আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান রয়েছে রাজবাড়ী যুব কল্যাণ সংস্থাসহ সংশ্লিষ্ট সবার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha