ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা নামক স্থানে এ্যাম্বুলেন্স ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুর্য (২৪) ও রউফ (২৩) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মারাত্মক আহত সান (২৪) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ।
সোমবার (১৭ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা কৌরবালি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত তুর্য ও রউফ নড়াইল সদর উপজেলার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুর্য, রউফ ও সান মোটরসাইকেলযোগে মাওয়া পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রওনা দেন। জয়বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এ্যাম্বুলেন্স সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শাজাহান চোকদার জানান, জয়বাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থেলেই দুজনের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত সান (২৪) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫