আজকের তারিখ : জানুয়ারী ১২, ২০২৫, ৮:০১ এ.এম || প্রকাশকাল : মার্চ ২৪, ২০২৪, ৫:৩৯ পি.এম
কালুখালীতে প্রবাসীর স্ত্রীকে মারপিট, মামলা দায়েরে বাধা
কু প্রস্তাবে রাজি না হওয়ায় রাজবাড়ীর কালুখালী উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে মারপিট করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাত আনুমানিক ৮ টায় কালুখালীর মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্ৰামে এই মারপিটের ঘটনা ঘটে।
মারপিটের শিকার হওয়া প্রবাসীর স্ত্রী শান্তা আক্তার (২৪) । সে মালেশিয়া প্রবাসী ছমির মোল্লার স্ত্রী।
রবিবার সকালে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শান্তা আক্তার জানায়, আমার স্বামী মালেশিয়া থাকে। এই সুযোগে স্থানীয় নাসির, জিলা, জাহিদ আমাকে অনৈতিক কাজের প্রস্তাব দিতো। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত আনুমানিক ৮ টায় তারা জোটবদ্ধ হয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমাকে মারপিট করে।
এ সময় তারা আমার স্বর্নালংকার ও নগদ ১ লক্ষ্য ৪৫ হাজার টাকা নিয়ে য়ায়। পরদিন আমি কালুখালী থানায় মামলা দায়ের করতে যাই। কিন্তু দুর্বৃত্তরা আমাকে চাপ দিয়ে মামলা করতে বাধা দেয়। ফলে আমি ন্যায় বিচার চাইতে পারছি না।
প্রবাসী ছমির মোল্লার সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমার স্ত্রীর স্বভাব চরিত্র ভালো । তাকে যারা মারপিট করেছে আমি তাদের ন্যায্য বিচার চাই।
অভিযুক্ত জাহিদ ও নাসিরের বাড়িতে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায়, শান্তা আক্তারের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে তার পিঠে ও মাথাতে আঘাতের দাগ আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha