আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৬:০৭ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৩, ২০২৪, ২:৪৬ পি.এম
ভূরুঙ্গামারীতে ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ আটক ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাকারবারির সময় ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ ২ জন চোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন পূর্ব ভোটহাট গ্রামের সাত্তারের ছেলে আঃ হাকিম( ২৮) ও মফিজুল (২৪) ।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, মো: মোর্শেদুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম ২২ মার্চ ( বৃহস্পতিবার) দিনগত রাত আনুমানিক ১ টার সময় ভূরুঙ্গামারী থানাধীন সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড় সহ তাদের দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশাও জব্দ করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, ভুরুঙ্গামারী থানায় দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর 25-B(1)B ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং- ১৩।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha