আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৯, ২০২৪, ১১:৩৯ পি.এম
যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের সভাকক্ষে হাসপাতাল স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি যশোর- ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মহিদুর রহমান, যশোর জেলা সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, তত্ত্বাবধায়ক ডাঃ মো হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা খাতে অপ্রতুল জনবল, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, হাসপাতালের আউটডোরে টিকিট কাউন্টারের টিকিটের মূল্য হ্রাস, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার সরবরাহ, হাসপাতাল অভ্যন্তরে অপ্রয়োজনীয় আগমন ও বহির্গমনরত ইজিবাইক, রিকশাসহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।
বর্তমান সরকারের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে যে সকল উন্নয়ন চলেছে সেগুলো সম্পর্কে সকলকে জানাতে গ্রামে গ্রামে মা সমাবেশসহ বিভিন্ন প্রচারমুখী কাজ করার আহবান জানান। এ ছাড়া হাসপাতালে সাধারন মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha