আজকের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৪, ১:২০ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৯, ২০২৪, ৭:৫৬ পি.এম
ঢাকা সাভার ফুলবাড়িয়া রামচন্দ্রপুর অবৈধ গ্যাসের ছড়াছড়ি
ঢাকা সাভার ফুলবাড়িয়া রামচন্দ্রপুর হাজী মার্কেট এলাকায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। পাশাপাশি ঢাকা সাভার বিভিন্ন এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগের হীড়িক। লোক দেখানো তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের আড়ালে চলছে রমরমা বাণিজ্য। এতে জড়িত খোদ তিতাস কর্মকর্তা সহ স্থানীয় প্রভাবশালীরা। তিতাস গ্যাসের কর্মকর্তার নাকের ডগায় চলছে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ।
ঢাকা সাভার ফুলবাড়িয়া রামচন্দ্রপুর হাজী মার্কেট এলাকায় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সরবরাহ করে থাকে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।
নির্মাণাধীন বাড়ির ক্ষেত্রে মোটা অংকের অর্থ দিলেই মিলছে নতুন গ্যাস সংযোগ। প্রায় এক দশক থেকে গ্যাস সংযোগ দিচ্ছে না তিতাস কোম্পানি। নতুন বাসা বাড়ি নির্মাণ করে মালিকরা হাহাকার করছেন।
সূত্রে জানা যায়, ঢাকা সাভার রামচন্দ্রপুর হাজী মার্কেটের আশেপাশে প্রতিটি বাসা বাড়িতেই রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। কোন পদক্ষেপ নিচ্ছেন না তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দিনের বেলায় সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রাতের বেলায় গ্যাস সংযোগ দেওয়া হয়।
তিতাস কর্মকর্তার সূত্রে জানা যায়, চলতি বছর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই বছরের জানুয়ারি থেকে আদা জল খেয়েই মাঠে নেমেছে তিতাস। প্রতিদিনই কোন না কোন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং যেকোনোভাবে অবৈধ গ্যাস সংযোগ সৈন্যের কোথায় নামে আনতে চায় তারা। তিতাসের অব্যবস্থাপনার ফলে অনেক ক্ষেত্রে অবৈধদের জন্য বৈধদের তিতাসের শাস্তি ভোগ করতে হয়।
সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা হলেও এখনো অব্যাহত রয়েছে অবৈধ সংযোগ। ঢাকা সাভার খোঁজ নিয়ে জানা যায় প্রভাব খাটিয়ে তিতাসের কিছু অসাধু কর্মকর্তার এসব অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha