এর আগে গতকাল(১৮ মার্চ) সোমবার রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে রাতেই ঢাকা থেকে গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ শহরের বাড়িতে এসে পৌঁছায়।
এর পূর্বে জনপ্রিয় এই সংগীত শিল্পী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
জনপ্রিয় এই সংগীত শিল্পী ‘হিমালয়, সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে’ শিরোনামের অসংখ্য জনপ্রিয় গান তাদের উপহার দিয়েছেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে গোপালগঞ্জ সহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha