যথাযথ মর্যাদায় ও আনন্দ মুখর পরিবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। আন্তর্জাতিক কূটনৈতিক শহর জেনেভার রু দা লুজানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক শ্যামল খান। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা সহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও কোরআন, গীতা এবং ত্রিপিটক পাঠ করে দোয়া করা হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানোর পর কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ উৎসবে অংশগ্রহণ করেন উপস্থিত সকলে। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনে তার আত্মত্যাগের কথা তুলে ধরেন আলোচকবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বিপুল তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সসীম গৌরী চরন, সমাজ কল্যাণ সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ান জুনায়েদ, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব খাদেম, সুইজারল্যান্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কল্যাণ পাল ও লুজান আওয়ামী লীগের সভাপতি অশোক কুমার সরকার রবি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।