আজকের তারিখ : ডিসেম্বর ২৭, ২০২৪, ৪:২১ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৪, ২০২০, ৬:৫৪ পি.এম
বোয়ালমারীর চতুল ইউপি’র সাবেক চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ মঞ্জু আর নেই
চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ মঞ্জু (৫৬) দীর্ঘদিন কিডনী ও ডায়াবেটিকস রোগে ভূগে মঙ্গলবার (২৪.১১.২০) সকাল ৯টািয় ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করিয়াছেন (ইন্নিলিল্লাহে.........রাজিউন)। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নামে।লাশ বাড়িতে পৌছালে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে। বিকালে শাহ জাফর কলেজ মাঠে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেয়।
সংক্ষিপ্ত এক আলোচনায় উপজেলা চেয়ারম্যান জনাব এম.এম. মোশাররফ হোসেন (মুশা মিয়া) তার বিদেহী আত্মার মাগফেরাত ও কল্যান কামনা করে অসহায় একমাত্র শিশুপুত্রের প্রতি সবার সহযোগিতা কামনা করেন।
চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু তার দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখ করে বলেল তার সাথে রাজনৈতিক মতভেদ থাকলেও কখনও সম্পর্কের অবনতি ঘটেনি।তিনি পরিবারের প্রতি সবার সুদৃষ্টি কামনা করেন।
এ সময় খন্দঃআবুল বাসার কান্নায় মুহ্যমান হয়ে বলেন আমার জানামতে মঞ্জুর দ্বারা কারো ক্ষতি হয়েছে এমন নজির নাই; যদিও তার সাথে আমার প্রতিদন্ডিতা ছিল। সে কখনও ক্ষমতার দাপটে এই গ্রামে কোন মামলা পর্যন্ত হতে দেয়নি।
বি.এন.পি নেতা এডঃ সিরাজুল ইসলাম বলেন মঞ্জুর একমাত্র শিশুপুত্রকে একটি মিথ্যা মামলার আসামী হয়েছে।বিষয়টি প্রত্যহারের জন্য উপজেলা চেয়ারম্যানসহ সবার সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ খন্দঃ নাসিরুল ইসলাম, মুফতি শরাফত হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জনাব মোঃজাহিদ হাসান, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাবেক পৌর মেয়র মোঃশুকুর সেখ আফছারউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, বীর মুক্তযোদ্ধা নওয়াবউদ্দিন আহম্মদ, পৌর বিএনপি'র সভাপতি আফছারউদ্তিন, যুগ্ম সাধারন সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, বোয়ালমারী ইউপি চেয়ারম্যান মোঃআতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্টু, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা, সাবেক চেয়ারম্যান শরীফ নজরুল ইসলাম, শেখর ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মিয়া, আওয়ামী নেতা আব্দুল মান্নান মাতুব্বর, মজিবর রহমান সরদার, চতুল ইউপি বিএনপি সভাপতি একলিম শরীফ, সোনাপুর ইউপি (সালথা) চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মোঃসেলিমসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, হাজারও সাধারন মানুষ।
জানাযার ঈমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদীস বাহিরদিয়া মাদ্রাসার মোহতামেম হযরত মাওলানা আকরাম আলী।
পরে মরহুমকে হাসামদিয়াস্ত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পিতা, স্ত্রী, ৫কন্যা ১পুত্র ৮ বোনসহ অগনিত গুনগাহি রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha