আজকের তারিখ : ডিসেম্বর ২৮, ২০২৪, ১:১৭ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৭, ২০২৪, ৪:১১ পি.এম
তানোরে বাঁশ লুটের মামলায় আটক ১
রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের বাঁশ ঝাড়ের বাঁশ লুটের মামলায় পুলিশ এক জনকে আটক করেছে। আটককৃতের আল-আমিন (২২) সে তানোর পৌরসভার সিন্দুকাই গাইনপাড়া মহল্লার জামাল উদ্দিনের পুত্র। গত শনিবার থানা মোড় থেকে আল-আমিনকে পুলিশ আটক করে ও পরদিন রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারী শনিবার তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিন্দুকাই গাইনপাড়া মহল্লায় এমাজ উদ্দিন মন্ডলের জায়গার বাঁশঝাড় থেকে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় প্রায় ৪০টি কেটে নেয়। একই মহল্লার জামাল উদ্দিন ও তার লোকজন। এ ঘটনায় ৪ ফেব্রুয়ারী রোববার ভুক্তভোগী এমদাদুল হক বাদী হয়ে জামালসহ ৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জামাল, কামাল ও রফিকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা প্রায় ১২ থেকে ১৫ জন সংঘবদ্ধ ব্যক্তি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এমাজ উদ্দীনের ভোগদখলীয় বাঁশ ঝাড় প্রায় ৪০টি বাঁশ কেটে লুট করে। এ সময় তারা এমাজ উদ্দিনের পরিবারকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এমনকি বাঁশ কাঁটতে কেউ বাধা দিতে আসলে তাদেরও কেটে ফেলা হবে বলে হুমকি-ধমকি দেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বাঁশ কাঁটার ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, আসামিদের মধ্যে এক জনকে আটক করা হয়েছে এবং বাঁকিদের আটকের চেষ্টা চলছে। #
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha