ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি পিতলের রাধার মূর্তি উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে
উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রাম থেকে ৯০০ পঁচিশ গ্রাম ওজনের মূর্তিটি উদ্ধার করে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্র।
বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোক্তার হোসেন জানান, মঙ্গলবার ডহরনগর গ্রামের ইমান শেখ তার বাড়ির পাশে পুরাতন পুকুর ঝালায়ের কাজ করছিল। ওই পুকুরের মধ্যে থাকা ইন্দারা পরিষ্কার করার সময় ইন্দারার মধ্যে মূর্তিটি পাওয়া যায়।
পরে ইমান শেখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ওই দিন দুপুরে তদন্ত কেন্দ্রে এসে মূর্তিটি জমা দিয়ে যান। তবে মূর্তিটির ডান হাত ভাঙ্গা ছিলো। আমরা মূর্তিটি জব্দ তালিকা করেছি। আজ বোয়ালমারী থানায় মূর্তিটি জমা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ওই পুকুর এক সময় পাল বংশের ছিলো। তারা কয়েক যুগ আগে জায়গা বিক্রি করে এই এলাকা থেকে চলে যান। মূর্তিটি হয় তো সেই পাল বংশের আমলের।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫