আজকের তারিখ : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১:১০ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৭, ২০২৪, ৩:৩০ পি.এম
হাতিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে "বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে” প্রতিপাদ্য বিষয় নিয়ে ঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জাতীয় শিশু দিবসে অংশগতনকারী প্রতিযোগিতায় বিজয়ীদের দিবসে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী, গেষ্ট অফ অনার সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
বক্তব্য রাখেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) তোফায়েল আহম্মদ, সহকারি (ভুমি) গোলাম কমিশনার ছারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান কেপায়েত উল্ল্যাহ, পৌর মেয়র কেপায়েত উল্ল্যাহ, হাতিয়া থানা অফিসার ইনচার্জ জিসান আহমেদ প্রমুখ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে চিত্রাংকন ও রচনা অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় বিভিন্ন বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha