আজকের তারিখ : জানুয়ারী ১৭, ২০২৫, ৫:৫৩ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৬, ২০২৪, ১০:১৩ পি.এম
তানোরে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, গত ১৬ মার্চ শনিবার উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট, তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান শিবলন, কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা, প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, হাজী মিলন মৃধা ও তালন্দ ইউপি স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রবিউল ইসলামপ্রমুখ।
প্রধান অতিথি বলেন, আগামি উপজেলা নির্বাচন হব চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, এবার দলীয় প্রতিক থাকবে না, অনেকে এসে আওয়ামী পরিবারের সন্তান দাবি ও মায়া কান্না করে সুবিধা নিতে চাইবে, তাই এবার আমাদের আরো বেশী সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে আওয়ামী লীগ তথা এমপির সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আপনাদের সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করতে হবে। তিনি বলেন, কারো কোনো হুমকি-ধমকি মন ভোলানো কথায় কান দেয়া যাবে না। আপনাদের দোয়ায় আবারো আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিজয় হবে ইনশাল্লাহ্।
এদিকে একইদিন কলমা ইউপির দরগাডাঙ্গা ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগদেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। পরে কামারগাঁ ইউপির মালার মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha