পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙ্গে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন মো.ইউসুব শেখ নামের এক ব্যক্তি। একাধিকবার করেছেন অস্ত্রোপচার। প্রায় ৩০ লাখ টাকা খরচ করে এখন বিকল হয়ে আছে ডানা পা। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান আহমেদের ঠিকানা জোগাড় করে ছুটে যান তার কাছে। চিকিৎসা খরচের জন্য করের আকুতি।
পরিশেষে অসহায় ইউসুব শেখের পাশে দাঁড়ান মহান দুই ব্যক্তি। ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান আহমেদ যৌথভাবে ৫০ হাজার টাকা তুলে অসহায় ব্যক্তির হাতে।
শনিবার সকালে আলফাডাঙ্গা রুপালী ব্যাংক শাখা অফিসের সামনে সোলাইমান আহমেদ তাঁর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান আহমেদ বলেন, অসহায় ব্যক্তিটি আমাদের পাশ্ববর্তী একটি উপজেলার বাসিন্দা। পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় একটি পা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। টাকার অভাবে তার চিকিৎসা আটকে রয়েছে বলে জানান। বিষয়টি নিয়ে আমি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের সাথে কথা বলি। তিনি অসহায় ব্যক্তিটির কথা সুনে পাশে দাঁড়ান। কাজী সিরাজুল ইসলামের পাশাপাশি আমার নিজ উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছি।
টাকা পেয়ে মো.ইউসুব শেখ বলেন, আমার পায়ে রড় ভরা রয়েছে সেটা অপারেশন করে বের করারা মেয়াদ শেষ হয়ে গেছে। টাকার অভাবে অপারেশন করতে পারছি না। সোলাইমান সাহেবের খবর পেয়ে তার কাছে ছুটে যাই। সুনেছি সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম ও সোলাইমান আহমেদ যৌথভাবে আমাকে খরচের টাকা দিয়েছে। আমি ও আমার পরিবার তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। পাঁচ বছর হলো সড়ক দুর্ঘটনায় ডাক পা ভেঙ্গে গেছে। একাধিক বার অস্ত্রোপচার করে এ কয় বছরে প্রায় ৩০ লাখ টাকা খরচ করে আমি নিস্ব হয়ে গেছি। আমার চিকিৎসা খরচ বহন করার ক্ষমতা নেই। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha