আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৩, ২০২৪, ১১:৩৩ পি.এম
আমতলী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর হলেন মূকুল

আমতলী পৌরসভার ১-৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর বিপুল ভোটে জয়ী হলেন মোসাঃ মুকুল বেগম। অটো রিকশা মার্কা নিয়ে তিনি ২ হাজার ১৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০৮৮ ভোট।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানির্ং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমতলী পৌরসভা নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর ২,১৮৮ ভোট পেয়ে ভোটে জয়ী হলেন মুকুল বেগম।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha