আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১০:০৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৩, ২০২৪, ৮:৪৭ পি.এম
বোয়ালমারীতে অনুমতিহীন ৩৫০ সিসি গতির রয়েল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী থেকে বাংলাদেশে চলাচলের অনুমতি নেই- এমন একটি অতিরিক্ত গতিসম্পন্ন মোটরসাইকেল উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। গাড়িটি মঙ্গলবার (১২ মার্চ, ২০২৪) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই মোটরসাইকেলটির বাংলাদেশে চলাচলের এখনো অনুমতি মেলেনি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলোর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির কোন নম্বর প্লেট নেই।
এর আগে বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রাম নিবাসী মেহেদী হাসান আব্দুল্লাহর ওই গাড়িটির উপর বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ৩৫০ সিসি গতির ইংল্যান্ডের বিখ্যাত রয়েল এনফিল্ড কোম্পানির তৈরি ওই গাড়িটির বাংলাদেশে চলাচলের অনুমতি নেই। গাড়িটি কোথা থেকে কিভাবে বোয়ালমারীতে এলো, তার খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের কাছে একটা ছবি আছে। ছবিতে ওই গাড়িটির পাশে একজন দাঁড়িয়ে আছে। দেখি গাড়িটি কেউ দাবি করে কি-না? তা নাহলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে গাড়িটি বোয়ালমারী আনার পেছনে কারা জড়িত জানা যাবে। এ ব্যাপারে ৪০৭ ধারায় মামলা হবে।
[caption id="attachment_66972" align="alignnone" width="1000"]
- মঙ্গলবার রাতে (১২ মার্চ, ২০২৪) বোয়ালমারী থানা পুলিশের উদ্ধারকৃত এনফিল্ড মোটরসাইকেল। (ছবিটি মঙ্গলবার রাতে ক্যামেরা বন্দী করেন দৈনিক সময়ের প্রত্যাশা'র স্টাফ রিপোর্টার) [/caption]
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha