চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মফিজ উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মার্চ ) রাত ১টার দিকে আড্ডা-সাপাহার সড়কের পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন উপজেলার রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মৃত মফিজ উদ্দিন ভুটভটির চালক ছিলো সে সাপাহার থেকে ভুটভুটি চালিয়ে আসছিল, পথিমধ্যে তার ভুটভুটি নষ্ট হয়ে গেলে অপর ভুটভুটির পিছনে রশি বেঁধে ভুটভুটি নিয়ে আসছি।
আসার পথে জিনারপুর নামকস্থানে একটি বিজ্রে উঠার সময় রশি ছিড়ে ভুটভুটি উল্টে গেলে ভুটভুটির নীচে চাপা পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সুরতহাল রিপোর্ট শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।