তথ্য চেয়ে আবেদন করার জেরে দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর ঘটনায় অনুসন্ধান শেষ করেছেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক।
সোমবার (১১ মার্চ) সকালে জেল গেটে সাংবাদিক রানার সঙ্গে দ্বিতীয় দফায় সাক্ষাৎ করেন। পরে তিনি জেলা প্রশাসকের কাছ থেকে ৫ মার্চের ঘটনার জবানবন্দি নেন।
জানা যায়, এ দিন দুপুর সাড়ে ১২টার দিকে তথ্য কমিশনা ঢাকায় উদ্দেশ্যে রওনা হন। এ দিকে সোমবার নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিন এবং সহকারী কমিশনার ভূমি শিহাবুল আরিফকে তাদের কার্যালয়ে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে সাজার নথির অনুলিপি পেতে সন্ধ্যা হওয়ায় আপিল করতে পারেনি তার পরিবার। সাংবাদিক রানার স্ত্রী বন্যা আক্তার জানান, সাজার নথি নকলা থেকে শেরপুর রেকর্ড রুমে আসে রবিবার রাত ১১টায়। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর আমার আইনজীবী সাজার নথির অনুলিপি হাতে পায়।