সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের ছয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে (অতিরিক্ত আইজিপি) পদায়ন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্যকে রেলওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলমকে।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতির পর পুলিশ সদর দপ্তরে থাকা খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, এন্টি টেররিজম ইউনিটের প্রধান মোহা. আবদুল আলীম মাহমুদকে নৌ পুলিশের প্রধান, হাইওয়ে পুলিশ থেকে মো. মাসুদুর রহমান ভূঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে।
এ ছাড়া পদোন্নতির পর পুলিশ সদর দপ্তরে থাকা মো. তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরেই অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha