দুয়ারে কড়া নাড়ছে ঈদ-উল-ফিতর। গত বছরের মতো এবারও করোনা আবহে ঈদ উদযাপন করতে চলেছে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। চলমান দ্বিতীয় দফা লকডাউনের জেরে কর্মহীনতা, খাদ্যাভাব, অর্থাভাবসহ অন্যান্য অনেক সমস্যার জর্জরিত সমাজের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। ভূমিহীন, ঘরহীন ও খেটে খাওয়া মানুষের বসবাসের স্থান গুচ্ছগ্রাম। এসব হতদরিদ্র পরিবারের হাসি নেই মুখে নেই আসন্ন ঈদের আমেজও।
এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে তাদের মুখে হাসি ফোঁটাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় গুচ্ছগ্রামের প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ করেছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামের একটি ভার্চুয়াল সংগঠন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর অবধি স্বাস্থ্যবিধি মেনে উপজেলার চাপুলিয়া ও জয়দেবপুর গ্রামে অবস্থিত গুচ্ছগ্রামে এসব ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়।
প্রতিটি ফুড প্যাকে পোলাও চাউল, চিনি, দুই প্রকার সেমাই, দুধ, তেল, নুডলস, কিসমিস ও সাবান দেওয়া হয়।
এসব বিতরণ কালে উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রæপের পরিচালনা পর্ষদের সদস্য, মো. মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, আশফুন নাহার এলিজা, তরিকুল ইসলাম তৌকির, শাহরিয়া নাজিম শাওন, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান ও বাসুদেব কুন্ডু।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha