আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৮:০০ এ.এম || প্রকাশকাল : মে ১০, ২০২১, ১০:৪০ পি.এম
কুষ্টিয়ায় করোনাকালীন কর্মহীন হয়ে পড়া দশ হাজার অসহায় মানুষ পেল ঈদে নতুন পোশাক

কুষ্টিয়ার মিরপুরে ঈদ ও করোনাকালীন কর্মহীন হয়ে পড়া দশ হাজার নারী পুরুষকে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল আট হাজার ৪০০ পিস শাড়ি, এক হাজার পিস লুঙ্গি এবং ছয় হাজার ৫০ পিস পাঞ্জাবি।
অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় এবারও কুষ্টিয়ার মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন ব্যক্তিগত উদ্যোগে এ নতুন পোশাক উপহার দেন।
সোমবার (১০ এপ্রিল) সকাল ৯ টায় মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ উপহার সামগ্রি বিতরনের উদ্বোধন করেন কামারুল আরেফিনের মা খোদেজা বেগম।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের স্ত্রী শামসুন্নাহার সেফালি আরেফিন, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্য, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম।
মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয় বড় আনন্দের বিষয়। আমি চাই সর্বদা অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অসহায় মানুষগুলো শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি পাওয়ার পরে তাদের খুশিই আমার কাছে সবচেয়ে দামি। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানো উচিৎ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha