ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত রুলী বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জামাল শেখসহ ৮ জনের বিরুদ্ধে শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধুর শশুর মোতালেব শেখ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, চরাডাঙ্গা গ্রামের জামাল শেখ ও মোতালের শেখের মধ্যে জমি নিয়ে দির্ঘদিনের বিরোধ চলে আসচ্ছে।এ বিরোধের জেরে শনিবার সকালে জামাল শেখের হুকুমে তাঁর পক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে মোতালেব শেখের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। গালাগাল করতে নিষেধ করলে মোতালের ও তার ছেলে করিম শেখকে মারধর করা হয়। এসময় স্বামী ও শশুরকে বাঁচাতে আসলে রুলী বেগকে মারধর করে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা খুন করার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। বাড়ির লোকজন রুলী বেগমকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাদী মোতালের শেখ বলেন,অভিযুক্ত আজাদ শেখ, জামাল শেখ, কামাল শেখ ও তার পিতা জালাল শেখ ২০ বছর আগে বর্গা জমি নিয়ে বিরোধের জেরে মোহর শেখ নামের এক ব্যক্তিকে পিটিয়ে মেরেছিল ।
এ ঘটনায় বিবাদী আজাদ শেখের সাথে কথা হলে বলেন, গোন্ডগোলের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। মোতালের শেখসহ তাঁর লোকজন আমাদের পক্ষের মহব্বত আলীকে হামলা করে আহত করেছে। তাকেআলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো. সেলিম রেজা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha