আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:১৮ এ.এম || প্রকাশকাল : মে ১১, ২০২১, ৬:৪৪ পি.এম
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে নিহত-২

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে ইমরান হোসেন (১৮) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুটিয়া গ্রামের আফছার আলীর ছেলে আরিফ হোসেন (১৫)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইমরান হোসেন বাড়ির পাশে মাঠে বেগুন তুলছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে আরিফ হোসেন শ্রমিক হিসেবে আফরা গ্রামের মাঠে কাজ করছিলেন এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha