আজকের তারিখ : এপ্রিল ১৭, ২০২৫, ৮:৪৬ এ.এম || প্রকাশকাল : মার্চ ৯, ২০২৪, ৯:১৩ পি.এম
তৃতীয় বারের মতো আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বেসরকারী ভাবে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলে।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইলেকট্রনিক্স ভোটার মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ২ বারের নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান মোবাইল প্রতীক নিয়ে ৬৫৩৯ ভোট পেয়ে তৃতীয় বারের মত বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজমুল আহসান খান ৫৭৬৬ ভোট পেয়েছেন।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮৩৯জন । এর মধ্যে ১২ হাজার ৩০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির হার ৭৭.৬৮ শতাংশ।
জেলা নির্বাচন অফিসার ও রিটনিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানান, মো. মতিয়ার রহমানকে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha