আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশকাল : মার্চ ৯, ২০২৪, ৮:৫৭ পি.এম
‘কৃষ্টিবন্ধন’ শার্শা উপজেলা কমিটির অভিষেক

'কৃষ্টিবন্ধন' শার্শা উপজেলা কমিটির (২৭তম শাখা) অভিষেক ও কবি রেবেকা টপি'র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শুক্রবার বিকেলে নাভারণ মহিলা আলিম মাদরাসার ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কবি রকি মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্টিবন্ধন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান।
কবি রেবেকা টপি'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্টিবন্ধনের যশোর জেলা শাখার সভাপতি ও জেলা কালচারাল অফিসার হায়দার আলী, সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দিন, 'বিদ্রোহী সাহিত্য পরিষদ' (বিএসপি) যশোর এর সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না, সহযোগী অধ্যাপক এমএ কাসেম অমিয়, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মোছা. আলেয়া পারভীন।
আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্টিবন্ধন শার্শার উপদেষ্টা রবিউল ইসলাম, আবদুস সালাম গফফার ছন্দ এবং আলতাফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha