আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৮:২৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ৯, ২০২৪, ৮:২৩ পি.এম
হাওড়া লোক আদালতে ৩৮৫১টি মামলার নিস্পত্তিতে ৫ কোটির বেশি অর্থ আদায়

সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে শনিবার বসে 'জাতীয় লোক আদালত'। হাওড়া জেলা আদালতও এর ব্যতিক্রম নয়। হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান) শ্রীমতী সোনিয়া মজুমদারের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের শ্রীমতী সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় বসে ২১টি বেঞ্চ। এর মধ্যে জেলা সদর আদালতে ১৮টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩টি বেঞ্চ বসে।
হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, 'জাতীয় লোক আদালতে নথিভুক্ত ৭৪৪৪ টি মামলার মধ্যে ৩৮৫১টি মামলার নিস্পত্তিতে আদায়কৃত অর্থের পরিমাণ ৫ কোটি টাকার অধিক।' হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ১৫ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার অরিজিৎ মন্ডল এর নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ বসে। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে 'মেম্বার জাজ' এর দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক (হাইকোর্ট সংবাদদাতা) মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে 'ব্যাংক অফ ইন্ডিয়া'র পক্ষে ছিলেন অনির্বাণ ওঝা, দেবতারু দাস প্রমুখ।
বেঞ্চে আরবিএল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণ খেলাপীদের নিয়ে শুনানি চলে। তবে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট, ব্যাংক, এনজিআর, বিদ্যুৎ, টাইটেল স্যুট, বন্ধন ব্যাঙ্ক প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।
হাওড়া জেলা আদালতে 'বেঞ্চ জাজ' হিসাবে শিক্ষক, আইনজীবী, সমাজসেবী সংগঠনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন জগতের মানুষজনকে যুক্ত করা হয়। সংখ্যাগরিষ্ঠ মামলা উভয় পক্ষের সম্মতিতে মীমাংসিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha