রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম ও পাংশা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি খান মো. সাইফুল ইসলাম নকীব প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আ. সালাম সিদ্দিকী। কবিতা আবৃত্তি করেন মৃগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও পাংশার কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক মেহের আফরোজ শাপলা। উপস্থাপনা করেন স্বেচ্ছাসেবী সংস্থা নারী অঙ্গনের সভাপতি সান্তনা বিশ্বাস।
অনুষ্ঠানে পাংশা মডেল থানার এসআই মোজাম্মেল হক (২), পাংশা হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার ইমন আরেফিন, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।